নাকে কিছু ঢুকলে করণীয়
এক থেকে চার বছর বয়সের শিশুরা নাকের মধ্যে এটা-সেটা ঢুকিয়ে দিতে পারে। সাধারণত তাদের পছন্দের বস্তু, যেমন—বোতাম, পুঁতি, কাগজ, তুলা, রাবার এবং মটরদানা, শিমের বিচি ইত্যাদি নাকের মধ্যে ঢুকিয়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে শিশুর নাকে এসব ঢোকানোর কথা অভিভাবককে বলে না।
লক্ষণ :
• শিশু অস্থির হয়ে পড়বে।
• নাকে দুর্গন্ধ ও আটকে যাওয়া নাক থেকে শ্লেষ্মা বেরোবে। অনেক সময় তা রক্তমিশ্রিত থাকতে পারে।
• নাকের বাইরে এবং ঠোঁটের ওপরে লাল হয়ে থাকতে পারে ঘষাঘষির জন্য।
ঝুঁকি
• এ ক্ষেত্রে অদক্ষ কাউকে দিয়ে নাকের বস্তুটি বের করে আনার চেষ্টা করা যাবে না। তাতে বস্তুটি শ্বাসনালিতে ঢুকে মারাত্মক সমস্যা করে। এটি মৃত্যুর কারণ হতে পারে।
করণীয়
নাকে কিছু ঢুকলে নাক-কান-গলা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নাকে ঢোকা বস্তুটি বের করে আনতে হবে। তার আগে নাকের এক্স-রে করে বস্তুটি দেখে নেওয়া যেতে পারে। রোগী সহযোগিতা করলে নাক-কান-গলা বিশেষজ্ঞ বিশেষ যন্ত্রপাতির সাহায্যে ওটা বের করে আনতে পারবেন।
রোগী অসহযোগিতা করলে ব্যক্তিকে অজ্ঞান করে বের করতে হবে। তবে দেরি করা উচিত হবে না। কারো কারো ক্ষেত্রে অগোচরে দীর্ঘদিন নাকের মধ্যেই বস্তুটি থেকে যায়।
সে ক্ষেত্রে বাইরে আবরণ তৈরি হয়ে পাথরের সৃষ্টি করে। একপর্যায়ে নাক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে চিকিৎসকের কাছে যাওয়ার পর বিষয়টি উদঘটিত হয়।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।