সেপসিসের চিকিৎসার পর পরামর্শ
সেপসিস একটি সংক্রমণজনিত রোগ। মানুষ অসুস্থ হলে, (রক্তচাপ কমে গেলে, জ্বর হলে, হার্ট রেট বেড়ে গেলে, শ্বাসের সমস্যা হলে) যদি মনে করা হয় সংক্রমণের জন্য হচ্ছে, তাহলে একে সেপসিস বলে। সেপসিসের চিকিৎসা সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।
সেপসিসের চিকিৎসার পর কিছু পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৬তম পর্বে কথা বলেছেন ডা. তাসবীরুল ইসলাম। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সেপসিসের চিকিৎসার পর কি কোনো পরামর্শ দিয়ে থাকেন?
উত্তর : যাদের বার বার নিউমোনিয়া হয়, তাদের আমরা বলি ধূমপান করবেন না। কারো যদি ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমিত হয়, আমরা বলি যদি বার বার সমস্যা হয়, তাহলে ইউরোলজিস্টের পরামর্শ নিতে।
আবার অনেক সময় তারা প্রস্রাবটা ধরে রাখে। তারা করতে পারে না। প্রোস্টেট এনলার্জমেন্ট রয়েছে কি না, সেটা দেখতে হবে। এই পরামর্শগুলো আমরা দেই। কারো যদি হাড়ে সংক্রমণ থাকে, এটা ক্রনিক। কারো যদি আমরা মনে করি হার্টে সমস্যা, তাহলে সতর্ক হতে হবে।
এই বিষয়গুলো মাথায় রেখে পরবর্তী জীবন তাদের চালাতে হবে। যদি পরে কোনো ঝামেলা হয়, বা কোনো উপসর্গ দেখা দেয়, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।