পরিবেশদূষণ প্রতিরোধে করণীয়
পরিবেশদূষণ দিন দিন বাড়ছে। আর এটি থেকে হচ্ছে ফুসফুসের বিভিন্ন রোগ। পরিবেশদূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালে বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাংলাদেশে কি কোনো গবেষণায় রয়েছে, যে পরিবেশ দূষণের কারণে কী পরিমাণ লোক ফুসফুসে আক্রান্ত হচ্ছে?
উত্তর : এর সঠিক সংখ্যা এ মুহূর্তে বলা সম্ভব নয়। ধরেন, কারো যদি শ্বাসকষ্ট হয়, কাজ করতে যেতে পারবে না। আপনার কর্মঘণ্টা নষ্ট হয়ে গেল। এতে যেমন সে তার নিজের ক্ষতি করল, সে ওই কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করল। তার উৎপাদনক্ষমতা কমে গেল।
পরিবেশকে উন্নত না করলে এই ভয়াবহতা থেকে বের হয়ে আসা সম্ভব নয়।
প্রশ্ন : পরিবেশদূষণ থেকে মুক্ত হতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে করণীয় কী?
উত্তর : এখানে সবাইকে সচেতন হতে হবে। ব্যক্তিগতভাবে আমার গাড়ি যদি খারাপ হয়ে যায়, তাহলে সেটিকে আমি ঠিক করে ফেলব। আইন প্রয়োগকারীও দেখবেন। পরিবেশদূষণ করে যে কলকারখানাগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে কর্তৃপক্ষ রয়েছে, তাদের কঠোরভাবে কাজ করতে হবে। যে মালিক কারখানা তৈরি করবেন, তারও একটি দায়িত্ব রয়েছে পরিবেশটি নষ্ট না করার। আর যাঁরা দেখাশোনা করেন, তাঁরা যেন বিষয়টি তদারক করেন। ইটের ভাটা কিন্তু পরিবেশ নষ্ট করছে।