‘আরএসএসের পরিকল্পনার অংশ কেজরিওয়াল’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/16/photo-1424097569.jpg)
দ্বিগ্বিজয় সিং
ভারতের সাবেক ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং অভিযোগ করেছেন, অরবিন্দ কেজরিওয়াল রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের (আরএসএস) পরিকল্পনার অংশ। গতকাল রোববার এক টুইটার বার্তায় দ্বিগ্বিজয় সিং এ অভিযোগ করেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে।
টুইটার বার্তায় দ্বিগ্বিজয় সিং বলেন, ‘আমি জানি এই কথা বলে আমি আরএসএস ও কেজরিওয়ালের সমর্থকদের হাতে নির্যাতিত হতে পারি।’
কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্না হাজারের আন্দোলনের পেছনে আরএসএসের হাত রয়েছে-এমন কথা বলার পর লোকে আমাকে পাগল মনে করেছিল। পরে আমার কথাই সত্য হয়েছে। এবারও দেখবেন, আমার কথাই সত্য হবে।’
আরএসএস বা রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ ভারতের উগ্রপন্থী হিন্দুদের একটি সংগঠন। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ভারতের হিন্দুদের স্বার্থরক্ষায় কাজ করে। পরবর্তীকালে সংগঠনটি একটি রাজনৈতিক শাখাও খোলে।