আদভানিসহ বিজেপির চার নেতাকে নোটিশ
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগের জবাব দিতে বিজেপির প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদভানিসহ চারজনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন।
এনডিটিভির খবরে বলা হয়, ওই চার নেতাকে চার সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন সর্বোচ্চ আদালত। বাকি তিনজন হলেন এম এম যোশি, উমা ভারতী ও কল্যাণ সিং।
১৯৯২ সালে কট্টরপন্থী হিন্দুরা অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে। এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ থাকা ওই চার নেতার একটি মামলা ইতিমধ্যেই খারিজ করে দেন এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু অযোধ্যায় ওই মামলার বাদী মেহবুব আহমেদ এটির কার্যক্রম পুনরায় শরু করতে সুপ্রিম কোর্টে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চার নেতার বিরুদ্ধে নোটিশ দিলেন।
সুপ্রিম কোর্ট একই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকেও (সিবিআই) নোটিশ পাঠিয়েছেন। ওই মামলায় আদভানিসহ ২০ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খারিজের বিরুদ্ধে আবেদন করেছিল সিবিআই।
মামলার পুনরুজ্জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন আদভানি। তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।
বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় দুটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দাখিল হয়। এর একটিতে লাখ লাখ কর সেবকের (স্বেচ্ছাসেবক) বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।অন্যটিতে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় আদভানিসহ অন্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দুটি মামলাই সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৩ সালে ওই দুই মামলার একটি মিশ্র অভিযোগপত্র দেয় সিবিআই। পরে ২০০১ সালে একটি নিম্ন আদালত বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দেন। এলাহাবাদ হাইকোর্ট এ রায়ই বহাল রাখেন।