ফিলিস্তিনি মন্ত্রী হাদামিকে আটক করেছে ইসরায়েল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/25/photo-1569423749.jpg)
ফিলিস্তিনের জেরুজালেম বিষয়কমন্ত্রী ফাদি আল হাদামিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাঁকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রণালয়।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে জানিয়েছে, হামাদিকে নিয়ে যাওয়ার আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী।
অবশ্য হামাদিকে গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। তবে এ নিয়ে গত তিন মাসে তাঁকে দুইবার আটক করা হয়েছে।
২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন। এরপর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন বেড়ে গেছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানালেও এগুলো আমলে নিচ্ছে না তারা।