পুরুষের নজর উপভোগ করি : বিদ্যা বালান
বয়স ৩৫ পেরিয়েছে। তাহলে কি আর নায়িকা হওয়া সাজে? গ্ল্যামার আর আবেদনের ছড়াছড়ি যে ইন্ডাস্ট্রিতে, সেখানে এই বয়সে মেলে মুরুব্বীদের রোল। কিন্তু বিদ্যা বালানের কাছে গেলে সব হিসেব উল্টে যেতে বাধ্য। আবেদনের পাল্লায় এখনো অনেককে টেক্কা দিতে পারেন ‘এন্টারটেইনমেন্ট’-এর সংজ্ঞা বদলে দেওয়া বিদ্যা। দিনকয়েক আগেই ফিল্মফেয়ারকে বলেছেন, পুরুষদের নজর নাকি রীতিমতো উপভোগ করেন তিনি!
বলিউডে একটা সময় ছিল যখন নায়িকাদের অভিষেক ঘটত কৈশোর পেরোতে না পেরোতেই। কিছুদিন পরই নায়িকার রোল ছেড়ে মা-খালা হওয়ার অফার। সে সময় বদলেছে। বয়সের সীমা পেরিয়েও নায়িকার চরিত্রে বলিউডে দাপট দেখিয়েছেন অনেক নায়িকা।
এদের মধ্যে বিদ্যা বালানের তো কথাই আলাদা। পুরুষশাসিত বলিউডে যে একলা নারীও বাজিমাত করে দিতে পারেন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’র মতো ছবি দিয়ে।
সিল্ক স্মিতার চরিত্রে তাঁর অবিস্মরণীয় অভিনয় রীতিমতো গ্ল্যামারের চেহারাই বদলে দিয়েছিল বলিউডের। সে সময় পেরিয়েছে। এখনো কি সিল্কের মতো পুরুষের নজর এলোমেলো করে দিতে ভালো লাগে তাঁর? উত্তরে তিনি অকপট, ‘বিয়ে করেছি বলে হিপোক্রেসি করব না। পুরুষের নজর উপভোগ করি। আমি একজন নারী, কাজেই কোনো পুরুষ যখন আমার দিকে মনোযোগী হয়ে ওঠে আমি তাতে দারুণ মজা পাই! ঝুটঝামেলা ছাড়া একটু দুষ্টুমিতে এমন কী আর ক্ষতি বলুন!’
তবে নিজে পুরুষের নজর উপভোগ করলেও স্বামীর বেলায় কথা আলাদা, ‘সিদ্ধার্থর দিকে অন্য কোন মেয়ে নজর দিলে একদমই সহ্য হয় না তাঁর!’
বিদ্যা-হাশমির ‘হামারি আধুরি কাহানি’ আসছে কিছুদিন পর। বিয়েরও বছর তিনেক পেরোলো, সন্তানের কথা কি ভাবছেন এখন? বিদ্যা জানালেন, এ নিয়ে তেমন কোনো প্ল্যান নেই। কারণ এসব ঠিক প্ল্যান করে করার মতো নয় তাঁর মতে!
‘তবে হ্যাঁ, খুব লম্বা সময় নেব না। আর চরিত্রের দরকারে না পড়লে তো আমি আর প্রেগন্যান্ট হয়ে অভিনয় করব না’! মজা করেই ‘কাহানি’র কথা মনে করিয়ে দিলেন তিনি।
জুন মাসে মুক্তি পাওয়ার কথা বিদ্যার নতুন ছবি ‘হামারি আধুরি কাহানি’র। ভাট ক্যাম্পের এই ছবিতে বিদ্যার বিপরীতে রয়েছেন এমরান হাশমি ও রাজকুমার রাও।