ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/23/photo-1437632094.jpg)
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮ জন। পুলিশ ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিয়া মুসলিম অধ্যুষিত শুরতা জেলায় একটি ব্যস্ততম বাজারে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। কিন্তু সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই শিয়া মুসলিমদের ওপর হামলা চালিয়ে থাকে।
এক সপ্তাহ আগে খান বানি সাদ শহরে হামলার দায় স্বীকার করেছে আইএস। এই ভয়াবহ বোমা হামলায় শতাধিক লোক নিহত হয়েছে।
জঙ্গি সংগঠন আইএস ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তৃত এলাকা দখল করে নিয়েছে। পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের পুনর্দখল নেওয়ার জন্য আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকের নিরাপত্তা বাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াই চলছে।
জাতিসংঘ এ মাসের শুরুতে বলেছে, এপ্রিল মাস পর্যন্ত ১৬ মাসে ইরাকে ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।