‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের সমস্যা সমাধান হবে না’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/ali-khaminei.jpg)
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কোনো সমস্যা সমাধান হবে না। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরা।
আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘আমাদের এটি সঠিকভাবে বোঝা উচিত। কেউ যেন মনে না করে যে, যদি আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসি, তাহলে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।’
খামেনি আরও বলেন, ‘আমেরিকার সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হবে না।’
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় এসেছে বেশ কিছু প্রতিষ্ঠান, জাহাজ এবং ব্যক্তি।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ইরানি সরকার তার তেল বিক্রির অর্থ দিয়ে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্নয়ন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের এই অনৈতিক কার্যক্রমের জন্য যেকোনো অর্থায়নের প্রচেষ্টা কঠোরভাবে দমন করবে।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/07/iran_0.jpg)
তবে ইরান বরাবরই তার তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ডাকাতি’ হিসেবে অভিহিত করে আসছে।
দুই দিন আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরুজ্জীবিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন ইরানের তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। তবে ট্রাম্প কূটনৈতিক পথ বন্ধ করে দিচ্ছেন না বলে ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি চাই ইরান একটি সফল ও সমৃদ্ধ দেশ হোক, তবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
ইরান বরাবরই দাবি করে আসছে যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।