ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না : আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘ইরানে কোনো অঘোষিত পারমাণবিক সমৃদ্ধকরণ তৎপরতা নেই। আমাদের সমস্ত স্থাপনা আন্তর্জাতিক পারমাণবিক শক্তির সুরক্ষা ও পর্যবেক্ষণের অধীনে রয়েছে।’ স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) ‘আন্তর্জাতিক আইন আক্রমণের মুখে’ শীর্ষক তেহরানের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এসব কথা বলেন। খবর স্কাই নিউজের।
আব্বাস আরাঘচি আরও বলেন, ‘এখন ইরানে কোনো সমৃদ্ধকরণ নেই, কারণ আমাদের সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে আক্রমণ করা হয়েছে।’
গত জুন মাসে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা— ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান ৩০ হাজার পাউন্ড বাঙ্কার বিধ্বংসী বোমা ব্যবহার করে অভূতপূর্ব মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। স্যাটেলাইট ছবিতে এই হামলায় বড় ধরনের ক্ষতি দেখানো হয়েছিল।
সেপ্টেম্বরে ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামি স্কাই নিউজকে বলেছিলেন, মার্কিন হামলায় তার দেশের কিছু পারমাণবিক স্থাপনা ‘ধ্বংস’ করা হয়েছে।
হামলার পর থেকে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর সংলাপ পুনরায় শুরু করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, তার ইউরোপীয় মিত্র ও ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে, তেহরান অস্ত্র তৈরির ক্ষমতা বিকাশের প্রচেষ্টার আড়াল হিসেবে তার পারমাণবিক কর্মসূচি ব্যবহার করছে।
আমেরিকা ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বার্তা খুবই ‘স্পষ্ট’। তিনি উল্লেখ করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে এবং এটি কেউ অস্বীকার করতে পারে না।
আরাঘচি আরও বলেন, আমাদের এই অধিকার আছে এবং আমরা তা প্রয়োগ করে চলেছি। আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের অধিকার স্বীকার করবে। তারা বুঝতে পারবে, এটি ইরানের একটি অবিচ্ছেদ্য অধিকার, আমরা কখনোই আমাদের অধিকার ত্যাগ করব না।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বিমান হামলা শুরু করে এবং ২৩ জুন যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে সংঘাত শেষ হয়। পুরো সংঘাতের সময় ইসরায়েল ২৮ জন নিহতের কথা জানালেও তেহরান বলেছিল, ইরানে ৬২৭ জন মারা গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক