‘পরীমনি যেন তরুণী ববিতা!’
প্রযোজক-পরিচালক-অতিথি, সবাই পরীমনির মাঝে খুঁজে পেলেন ববিতাকে। প্রযোজক খোরশেদ আলম খসরু তো বলেই বসলেন, ‘গান বা ট্রেইলার যেই দেখেছে, সবাই বলেছে- এই মেয়েটিকে তো তরুণী ববিতার মতো লাগছে! সবার মুখে একই কথা। পরীমনি যেন তরুণী ববিতা! এমন মন্তব্য আমাকে আশা দিয়েছে। আমার পছন্দ ঠিক ছিল।’ এমনই কথা হয়েছে 'আরো ভালোবাসবো তোমায়' ছবির অডিও অ্যালবাম প্রকাশনার অনুষ্ঠানে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলন ও মধ্যাহ্নভোজের। এতে ছবির নায়িকা পরীমনি, পরিচালক এস এ হক অলিক ও প্রযোজক খোরশেদ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নায়িকা পরীমনি বলেন, ‘এই ছবি আমার জন্য একটি চ্যালেঞ্জ। এই ছবি দেখে দর্শক আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। আপনারা জানেন যে আমি এখন পর্যন্ত অনেক ছবিতে কাজ করেছি। এর মধ্যে এই ছবিটিকে আমি বলব, একদমই মৌলিক একটা গল্প নিয়ে কাজ করা। অনেক ছবিতেই দেখা যায় যে, গল্প তামিল ছবির গল্প চুরি করে বানানো হয়। কিন্তু এই গল্পটা আমাদের গল্প, এ কারণে আমি অভিনয় করে মজা পেয়েছি। এমন ছবি দেশের চলচ্চিত্রকে আবারও ভালো অবস্থায় নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’
ছবিটির গান লিখেছেন পরিচালক নিজেই। এ ছাড়া একটি গান লিখেছেন কবির বকুল। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এসআই টুটুল, কোনাল ও হৃদয় খান।
পরিচালক এস এ হক অলিক বলেন ‘এই ছবির মাধ্যমে পরীমনি দর্শক হৃদয় জয় করতে পারবে। তার কাজ দেখে কেউ বলতে পারবে না যে এই মেয়ে নতুন কেউ।’
ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও কারিগরি কারণে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ছবির মুক্তির তারিখটি নিশ্চিত করেছেন পরিচালকের সহকারী মোহানী মানিক। এই ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো শাকিব খান ও পরীমনিকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শক।
পরিচালক এস এ হক অলিক আরো বলেন, ‘অনেকদিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে। ইচ্ছে ছিল ঈদে ছবিটি মুক্তি দেওয়ার। এটাও ভালো হলো, কারণ আগামী কোরবানির ঈদের আগে তেমন কোনো ছবি মুক্তি পাবে না। যে কারণে ভালো ছবি দেখার জন্য আর কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে না। সেন্সর বোর্ডের সদস্যরা ছবি দেখে অনেক প্রশংসা করেছিলেন, দর্শকরাও ছবি দেখে প্রশংসা করবেন।’