গ্রিসে শক্তিশালী ভূমিকম্প
ইউরোপের দেশ গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যের ওপর ভিত্তি করে এ খবর প্রকাশ করেছে এপি।
ইএমএসসি জানিয়েছে, গ্রিসের রাজধানী এথেন্সের ২৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ২৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
জানা গেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর ফলে লরিসা ও থেসালিতে কম্পন অনুভূত হয়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।