রাস্তায় আবর্জনা পরিষ্কার করছে ‘রিয়েল লাইফ স্পাইডারম্যান’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/14/spiderman-pic.jpg)
একজন ক্যাফেকর্মী স্পাইডারম্যানের পোশাক পরে নোংরা-আবর্জনা পরিষ্কার করে রীতিমতো স্টার হয়ে গেছেন। সংবাদপত্রে সাক্ষাৎকার থেকে টিভি চ্যানেলের চ্যাট শো, সব জায়গাতেই কদর বেড়েছে রুডি হারতোনো নামের ওই ব্যক্তির।
হারতোনো ইন্দোনেশিয়ার একটি ক্যাফেতে কাজ করেন। প্রতিদিন ক্যাফেতে কাজ শুরুর আগে রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সেই একই কাজ তিনি করছেন স্পাইডারম্যানের পোশাক পরে। এই পোশাক পরে নোংরা পরিষ্কার শুরু করার পরই তাঁকে নিয়ে আলোচনায় মেতেছে গোটা বিশ্ব।
এমন পোশাক পরে আবর্জানা পরিষ্কারের ব্যাপারে ৩৬ বছরের হারতোনো বলেছেন, ‘এই পোশাক না পরে আমি যখন নোংরা পরিষ্কারের কাজ করতাম, তখন তা মোটেও লোকের চোখে পড়ত না। ফলে তারা আমার সঙ্গে নোংরা পরিষ্কারের কাজে তেমন উৎসাহ দেখাতেন না। কিন্তু আমি এই পোশাক পরে এখন একই কাজ করি। এই পোশাক পরে কাজ করার সময় জনগণের সহায়তা দেখে অভিভূত হয়েছি।’
আবর্জনা ইন্দোনেশিয়ার একটি বড় সমস্যা। সে দেশের পরিবেশ ও বনমন্ত্রণালয়ের ২০১৮ সালে দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন ২.৭ টন আবর্জনা তৈরি হয় দেশটিতে। বছরের শেষে সেই হিসাবটা দাঁড়ায় ৩২ লাখ টনে। ইন্দোনেশিয়াকে আবর্জনার ভার থেকে মুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছেন হারতোনো।