ইতালিতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়াল সরকার
ইউরোপে করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দু ইতালিতে দেশব্যাপী লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।
গতকাল শুক্রবার এক ভাষণে কোঁতে বলেন, ‘জাতীয় কোয়ারেন্টাইন অন্তত ৩ মে পর্যন্ত বাড়ানো হবে। এ সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়, কিন্তু পরিস্থিতি এটিই দাবি করছে।’
প্রথমবারের মতো লকডাউনের প্রায় এক মাস পর আবারো লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই সাথে সময়ের সাথে তা আরও কঠোরতা আরোপ করছেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
ইতালি ইউরোপের প্রথম কোনো দেশে, যা বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছিল।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছেন এবং ৫৭০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৪৯ জনে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৩০ হাজার ৪৫৫ জন, বাকিরা চিকিৎসাধীন।