সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৪৯ তলা ভবনে ভয়াবহ আগুন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহর আল-নাহদা অঞ্চলের একটি বহুতল আবাসিক ভবনে গতকাল মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে আর বাকি সাতজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৪ মিনিটে ভবনটির দশম তলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গেই ৪৯ তলা অ্যাবকো টাওয়ার থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির সঙ্গে থাকা ব্যাঙ্গালোর রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পার্শ্ববর্তী মিনা ফায়ার স্টেশন থেকে আল-নাহদায় অ্যাবকো টাওয়ারের উদ্দেশে রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসে।
আশপাশের আরো পাঁচটি ভবনও সম্পূর্ণ খালি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। ৪৯ তলা ভবনের ৩৮টি ফ্লোরে ১২টি করে ফ্ল্যাট। নিচে ৯ তলাবিশিষ্ট কার পার্কিং। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় জানমালের বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে গালফ নিউজ।