করোনায় আক্রান্ত ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা, ট্রাম্পকে নিয়ে উদ্বেগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্য এবং হোয়াইট হাউসে কর্মরত ছিলেন। এর ফলে করোনাভাইরাস নিয়ে ট্রাম্পের ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি বলেছেন, ‘হোয়াইট হাউসের মেডিকেল ইউনিটের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, হোয়াইট হাউসে কর্মরত মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
হোগান গিডলি আরো জানান, মার্কিন প্রেসিডেন্ড ও ভাইস প্রেসিডেন্টের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তাঁরা সুস্থ আছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই কর্মকর্তার মধ্যে গত বুধবার সকালে করোনার লক্ষণগুলো প্রকাশ পায়। ওইদিনই নমুনা পরীক্ষার পর তাঁর করোনা শনাক্ত হয়।
এদিকে, এ প্রসঙ্গে ট্রাম্প জানান, আক্রান্ত ওই কর্মকর্তার সংস্পর্শে খুব একটা ছিলেন না তিনি।
মূলত ব্যক্তিগত কর্মকর্তারা ট্রাম্প ও তাঁর পরিবারের বিভিন্ন পারিবারিক কাজেও সহায়তা করেন। এ ছাড়া ট্রাম্প পরিবারের খাদ্য ও পানীয় বিষয়ক বিভিন্ন কাজে দায়িত্ব পালন করেন তাঁরা। দেশ-বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও ট্রাম্পের সঙ্গে থাকতে হয় তাঁদের।
এদিকে হোয়াইট হাউসে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হওয়া দ্বিতীয় ব্যক্তি ওই সামরিক সদস্য। এর আগে গত মার্চে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কার্যালয়ের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া মার্চের শুরুর দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লোগো ক্লাবে উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তির মধ্যেও করোনা শনাক্ত হয়।