যুদ্ধাপরাধী আইসক্রিম!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭০ বছর কেটে গেছে। এখনো জাপানি বাহিনীর অপরাধ ভুলতে পারেনি চীনারা। বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের পরিচয় আরেকবার তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এক চীনা কোম্পানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানি প্রধানমন্ত্রী জেনারেল হিদেকি তোজের মুখের আদলে তৈরি আইসক্রিম বাজারে ছাড়া হয়েছে। একে বলা হচ্ছে ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’।
চীনের সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, সাংহাইভিত্তিক আইসক্রিম প্রস্তুতকারী ১০ হাজার ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ তৈরি করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, যুদ্ধাপরাধীদের উপহাসের পাত্র বানানোর জন্যই এমন উদ্যোগ। বিশেষ ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে তৈরি যুদ্ধাপরাধী আইসক্রিম অবশ্য সস্তা নয়। চীনা মুদ্রায় এটি ৩০ ইউয়ান (৪ দশমিক ৭০ ডলার)।
১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন জেনারেল হিদেকি তোজো। যুদ্ধের পর তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় এবং ১৯৪৮ সালের ডিসেম্বরে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড দেওয়া হয়।
‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ‘সিনা উইবু’তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটি হাস্যকর বলে মন্তব্য করেন। আবার অনেকে একে আইসক্রিম প্রস্তুতকারীর স্থূল বিপণন কৌশল বলে দাবি করেন।
অনেকে মন্তব্য করেন, ‘এটি একটি নিচু মানসিকতার প্রকাশ। খারাপ ব্যক্তির মুখের আদলে তৈরি আইসক্রিম খেয়ে কারো কি ভালো লাগবে?’ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আবার মন্তব্য করেছেন, অদক্ষ শিল্পীর কারণে ‘যুদ্ধাপরাধী আইসক্রিমে’ জেনারেল তোজের বদলে অনেক ক্ষেত্রেই মহাত্মা গান্ধীর মুখাবয়েরও মিল পাওয়া যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর চীনে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজন করা হয়।