প্রাঙ্গণেমোরের ২৭ নাট্যকর্মীর দলত্যাগ
জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একসঙ্গে প্রতিষ্ঠাকালীন সদস্যসহ ২৭ নাট্যকর্মী দলত্যাগ করেছেন। ১২ ডিসেম্বর প্রাঙ্গণেমোর দলপ্রধান বরাবর দলত্যাগের চিঠি দিয়েছেন বলে দলত্যাগকারী সদস্যদের পক্ষ থেকে এক বার্তায় এ খবর নিশ্চিত করা হয়েছে।
বার্তায় দলত্যাগ প্রসঙ্গে দলের স্থায়ী সদস্য মাইনুল তাওহীদ বলেন, ‘দীর্ঘদিনের ক্রমাগত অনিয়ম আর ভাবনাগত অমিলের কারণে শেষ পর্যন্ত আর এই দলে থাকা সম্ভব হলো না। যেমন, আমি নিজে দলের অর্থের দায়িত্বে থাকলেও আমাকে পাশ কাটিয়ে অর্থের সমস্ত হিসাব দলপ্রধান অনন্ত হিরা নিজে কুক্ষীগত করে রেখেছিলেন।’
দলের আরেক স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘দলটি আসলে পারিবারিক থিয়েটার হয়ে উঠেছিল, এখানে সাধারণ সদস্যদের কোনো সম্মান ও মূল্য ছিল না, তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না।’
দলত্যাগ প্রসঙ্গে স্থায়ী সদস্য সরোয়ার সৈকত বলেন, ‘একসঙ্গে ২৭ জন সদস্যের দলত্যাগই প্রমাণ করে দলটির অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। এটা আসলে সাধারণ সদস্যদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দলের ভেতরে যে অন্যায় আর অনিয়মের পাহাড় তৈরি হয়েছে, সেই দায়ভার আসলে সাধারণ সদস্যরা টানতে চায় না।’