ইতালির প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় অবহেলার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে, স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা ও দেশটির উত্তর লম্বার্ডির রাজ্য সরকারপ্রধান অ্যাটিলিও ফন্টানার বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানিয়েছেন করোনায় মৃতের স্বজনেরা।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, করোনায় মৃতের স্বজনেরা বুধবার এ মামলা করার ঘোষণা দেন। তাদের অভিযোগ, সরকারের অবহেলার কারণে ইতালিতে করোনা ছড়িয়েছে। এ জন্য তারা ১০০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন।
প্রতিবেদনে বলা হয়, মৃতদের অন্তত ৫০০ জন আত্মীয় একজোট হয়ে এ মামলা করছেন। তাদের কথায়, সরকারের করোনাভাইরাস মোকাবিলায় অবহেলার কারণে তাদের প্রিয়জনদের মৃত্যু হয়েছে।
উৎপত্তিস্থল চীনের উহানের পরেই ইতালিতে দ্রুত সংক্রমিত হয়েছিল করোনা। দেশটি রীতিমতো মৃত্যুপুরিতে পরিণত হয়।
ইতালির লম্বার্ডিতে প্রথম দিকে খুবই দ্রুত সংক্রমিত হয় ভাইরাসটি। করোনায় মৃত এক ব্যক্তির বাবা দাবি করেছেন, করোনা ছড়াচ্ছে দেখেও সরকার ব্যবস্থা নেয়নি। চীন থেকে আসা মানুষদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়নি। করোনা রুখতেও ব্যবস্থা নেয়নি। সরকারের এই অবহেলার জন্য করোনা আরো দ্রুত ছড়িয়েছে।
তাঁদের অভিযোগ, উত্তর লম্বার্ডির একটি হাসপাতালে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। তা সত্ত্বেও হাসপাতাল খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনার সমস্যা যখন রীতিমতো উদ্বেগজনক তারও তিন সপ্তাহ পরে ১০ মার্চ থেকে ইতালিতে লকডাউন ঘোষণা করা হয়। লম্বার্ডির আইনজীবীরা এখন খতিয়ে দেখছেন, লকডাউন আগে ঘোষণা করা উচিত ছিল কি না। লকডাউন ঘোষণার বিষয়টি নিয়ে ফেডারেল ও রাজ্য স্তরের কর্মকর্তারা বিপাকে পড়তে পারেন, কারণ দায় তাদের ওপরেই আসে।