করোনার নতুন ধরন : যুক্তরাজ্যের সঙ্গে উড়োজাহাজ চলাচল স্থগিত করবে চীন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/25/china-uk-thumb.jpg)
যুক্তরাজ্যের সঙ্গে সরাসরি সব ধরনের উড়োজাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা জানিয়েছে চীন। যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের একটি নতুন ধরন বা ‘স্ট্রেইনের’ সন্ধান এবং এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চীন এ পরিকল্পনা নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বৃহস্পতিবার জানান, অনেক কিছু চিন্তাভাবনা করে অন্যান্য দেশের মতো চীনও যুক্তরাজ্যের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াং ওয়েনবিন গতকাল বেইজিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/25/untitled-1.jpg)
ওয়েনবিন বলেন, সংশ্লিষ্ট ঘটনাবলীর সঙ্গে ঘনিষ্ঠ সবকিছুকে চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উড়োজাহাজ চলাচল বিষয়ক তথ্য প্রদানকারী ভ্যারিফ্লাইটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যের সঙ্গে চীনের মূল ভূখণ্ডের আটটি সাপ্তাহিক ফ্লাইট রয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সন্ধান পাওয়ার পর বিশ্বের বহু দেশ যুক্তরাজ্যের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।