মুম্বাইয়ে দুই হাজার ও কলকাতায় ৫০০ জনকে করোনার ভুয়া টিকা প্রদান
ভারতের মুম্বাই শহরে প্রায় দুই হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের ভুয়া টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়ও প্রায় ৫০০ মানুষ একই ধরনের ঘটনার শিকার হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা মহামারি ভয়াবহ রুপ নেয়। পরে দেশটির কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা দেয়। এরপরই এই সপ্তাহে দেশটিতে টিকাদানের হার দ্রুত বেড়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রায় দুই হাজার মানুষের শরীরে করোনার টিকা বলে স্যালাইন সলিউশন পুশ করা হয়েছে। এই ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসকসহ দশ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, জালিয়াত চক্র একটি আবাসিক এলাকার বাসিন্দাদের টার্গেট করে এসব ভুয়া টিকা দিয়েছে।
মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার বিশ্বজিত পাতিল বলেন, ‘পরে আমরা জানতে পারি এই চক্রটি আরও আটটি ক্যাম্প আয়োজনের চেষ্টা করছিলো।’ এ ছাড়া অভিযুক্তদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ১২ লাখ ৪০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।
এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, অন্তত আটটি টিকাদানের ভুয়া ক্যাম্প চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সরকারি চাকুরিজীবী পরিচয় দিয়ে ওই ব্যক্তি এসব ক্যাম্প পরিচালনা করেছে।
পুলিশ জানিয়েছে একটি ক্যাম্প থেকে অন্তত ২৫০ জন শারিরীক প্রতিবন্দি এবং তৃতীয় লিঙ্গের মানুষ টিকা নিয়েছে। এ ছাড়া শহরের মোট ৫০০ জনকে এসব ভুয়া টিকা দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের কর্মকর্তা অতিন ঘোষ জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা কোভিশিল্ডের ভুয়া লেবেল লাগানো ডোজ উদ্ধার করেছেন তারা।
টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী একটি কেন্দ্রে টিকা নেওয়ার পর সন্দেহ পোষণ করে পুলিশকে জানালে এই জালিয়াতির ঘটনা সামনে আসে। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ভারত সরকারের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
কলকাতার স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ বারুই জানিয়েছেন, ভুয়া টিকা গ্রহণকারী অনেকেই এখন সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়ে আছেন। তিনি বলেন, ‘জরুরি পরিস্থিতির উদ্ভব হলে যে এলাকায় ভুয়া টিকা দেওয়া হয়েছে সেই এলাকায় মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হবে।’