কোমরব্যথার সবচেয়ে আধুনিক চিকিৎসা কী
একটু ঠাণ্ডা আবহাওয়ায় কোমরব্যথার প্রাদুর্ভাব বেড়ে যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব, কোমরব্যথার আধুনিক চিকিৎসা কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পেইন অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. আহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের প্রশ্নের উত্তরে ডা. মো. আহাদ হোসেন বলেন, আমরা আগে জানতাম, হয় কোমরের ব্যথায় মেডিসিন চিকিৎসা নেবে, অথবা কোনও একটা পর্যায়ে গিয়ে অপারেশন—এ দুটোর মাঝখানে কিন্তু অনেক কিছু অজানা ছিল। কিন্তু কোমরব্যথায় বর্তমানে অ্যাডভান্স যে পেইন মেডিসিন, এটা বিশ্বব্যাপী অনেক অপশন দিয়েছে। যেমন—কারও যদি মেরুদণ্ডের হার ভেঙে যায়, সেখানে কিন্তু সিমেন্টিং করা যায় খুব সহজে। ডিস্কে যদি কোনও সমস্যা হয়, সেখানে এখন ইনজেকশনের ব্যবস্থা আছে। পিআরপি ইনজেকশন দেওয়া যায়, ওজন ইনজেকশন দেওয়া যায়। এমনকি যদি নার্ভ রুটে সমস্যা হয়, যেটা আমরা সাধারণ মানুষ জানি রগে চাপ লেগে ব্যথা। সেই ব্যথাগুলোর জন্য সাধারণত আমরা ব্লক দিই, সেই ব্লকে কাজ করে। এমনকি আমাদের অ্যাডভান্স টেকনোলজি আলট্রাসাউন্ড গাইডের, মানে রোগীকে সাথে সাথে ইনজেকশন দিয়ে সেই ব্যথা কমানো যায়। তা ছাড়া নার্ভ অ্যাবলেশন টেকনিক, যেগুলো কখনওই নিরাময় করা সম্ভব নয়, মেডিসিন ফেইলড হচ্ছে, সেখানে আমরা নার্ভ অ্যাবলেশন করে চিকিৎসা করতে পারি। সে ক্ষেত্রে পেশেন্ট অনেক কমফোরটেবল থাকে। এই চিকিৎসাগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট এবং এগুলো নিয়ে এখনও গবেষণা চলছে।
বর্ষাকালে চুল ও ত্বকের সমস্যায় করণীয় এবং ব্যথার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।