ভিডিও গেমে আসক্তি ঠেকাতে কঠোর হচ্ছে চীন
চীনে তরুণ-তরুণীদের মধ্যে দিন দিন ভিডিও গেম খেলে সময় কাটানোর প্রবণতা বাড়ছে। কিন্তু শিশু-কিশোরদের ক্ষেত্রে এটি রীতিমতো আসক্তিতে পরিণত হচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। আর তাই এবার চীনে আইন করে ভিডিও গেম খেলার নতুন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে চালু হওয়া নতুন এ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা সপ্তাহে তিন ঘণ্টার বেশি ভিডিও গেম খেলতে পারবে না।
নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ) বলছে, আইনটি করা হয়েছে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে।
ভিডিও গেমে আসক্তদের জন্য ক্লিনিকও খুলেছে চীন সরকার। যেখানে নানা থেরাপি দিয়ে আসক্তদের ভিডিও গেম থেকে দূরে রাখার চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, চীনের ৬২ দশমিক ৫ শতাংশ শিশু-কিশোর অনলাইনে গেম খেলে। কর্মদিবসেও ১৩ শতাংশের বেশি শিশু দৈনিক দুই ঘণ্টারও বেশি সময় মোবাইল গেমে যুক্ত থাকে।
প্রসঙ্গত, ভিডিও গেমে শিশু-কিশোরদের আসক্তি কমানোর এমন আইনি উদ্যোগ এটাই প্রথম নয়। ২০১৯ সালেও এমন একটি আইন পাস করা হয়েছিল। সেখানে কর্মদিবসে দেড় ঘণ্টা ও ছুটির দিনে তিন ঘণ্টার কম সময় গেম খেলার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল।