বয়স হওয়া সুমন ফিরলেন ব্যথায় চিৎকার করার গান নিয়ে
ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই আঙুল দিয়ে বারবার গিটারে ঝড় তুলেছেন যিনি, তিনি সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। আবারও প্রায় দুই বছরের অসুস্থতাকে পিছনে ফেলে গানে ফিরেছেন জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর এই দলনেতা।
বেসবাবা সুমনের এবারের গানের নাম ‘বয়স হলো আমার’। গানটি লিখেছেন এবং সুর করেছেন সুমন নিজেই। সংগীত পরিচালনা ও গিটারে ছিলেন মাহান ফাহিম। আজ বৃহস্পতিবার রাত ১০টায় ইউটিউবে গানটি অবমুক্ত হয়েছে।
গানটি প্রসঙ্গে বেসবাবা সুমনের ভাষ্য, ‘এ গানটিতে কোনো বেইস সোলো নেই, কোনো ভয়ঙ্কর লিড নেই, ড্রামসের কোনো ক্যারিকেচার নেই! মহানের খুব সুন্দর বাজানো অ্যাকোস্টিক গিটারের ওপর খুব সাদামাটা ভাবে আমার গাওয়া লিরিক নির্ভর একটি গান এটি।’
তিনি আরও জানিয়েছেন, ‘এটি আমার ধীরে ধীরে বয়স বেড়ে যাবার গান, এটি আমার গত দু-বছরের প্রায় পঙ্গু হয়ে বিছানায় পরে থাকার গান, এটি আমার অন্ধকারে ডুবে যাবার গান, এটি আমার রাতের পর রাত প্রচণ্ড ব্যথায় চিৎকার করার গান, পরিশেষে... এটি আমার সব বাধা অতিক্রম করে আলোয় ফিরে আসার গান। হঠাৎ দেখি, এ জীবনটা নতুন গানে, মুচকি হাসে... মুচকি হাসে।’
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সবশেষ মঞ্চে উঠেছিলেন বেসবাবা সুমন। ২০২০ সালের মার্চে জয় বাংলা কনসার্টে। গেয়েছিলেন দুটি গান; ‘মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার’ ও ‘গাইবো না আর কোন গান তোমায় ছাড়া’।
তখন অসুস্থ বেসবাবা সুমন ভক্তদের বলেছিলেন, শেষ স্টেজে ওঠা এটাই হোক...। ক্যানসার ও স্পাইনাল কর্ডের শারীরিক জটিলতায় সে সময় জার্মানি যাওয়ার কথা ছিল এই সংগীত তারকার। করোনার কারণে সেটা সম্ভব না হলেও ব্যাংকক ও দুবাইয়ে চিকিৎসা শেষে পাঁচ মাস পর আগস্ট মাসে দেশে ফেরেন সুমন।