পারমাণবিক সাবমেরিন ইস্যু : অস্ট্রেলিয়া-ইইউ বাণিজ্য আলোচনা স্থগিত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি বাণিজ্যিক আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান তেহান বলেছেন, ফ্রান্সের সঙ্গে ক্যানবেরার ৪০ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করার সিদ্ধান্তের বিরোধের জেরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করা হয়েছে।
অস্ট্রেলিয়া গত মাসে ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে প্রচলিত সাবমেরিনের একটি বহর তৈরির চুক্তি বাতিল করে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ‘এইউকেইউএস’ বা ‘অকাস’ (AUKUS) নামের একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারত্ব চুক্তি করেছে। নতুন এই চুক্তি অনুযায়ী, মার্কিন ও ব্রিটিশ প্রযুক্তির সাহায্যে অন্তত আটটি পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন তৈরি করবে তারা।
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করার জেরে ইইউর শক্তিশালী অংশীদার ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ নতুন চুক্তির আগে ফ্রান্সের সঙ্গে করা ৪০ বিলিয়ন ডলারের একটি চুক্তি বাতিল করেছে দেশটি। এতে বড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স।
চুক্তি ভঙ্গের পর ফ্রান্স তীব্র প্রতিক্রিয়ায় জানায়, অস্ট্রেলিয়া সরকারকে তারা মোটেও বিশ্বাস করছে না। এমনকি দেশটির কর্মকর্তাদের মিথ্যা বলার অভিযোগও আনা হয়। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনের সেই প্রভাব ইইউর সঙ্গে আলোচনার ওপরও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যিক আলোচনা স্থগিতের প্রসঙ্গে ইইউর ওই কর্মকর্তা জানান, ‘সাবমেরিন নিয়ে আমাদের সিদ্ধান্তের জেরে ফ্রান্সের প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় রয়েছে। তবে সব দেশকে শেষ পর্যন্ত তাদের নিজেদের স্বার্থেই কাজ করা উচিত। অস্ট্রেলিয়াও এটাই করেছে।’
এদিকে স্থগিত হওয়া এই আলোচনা নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার ভালদিস দমব্রোভিস্কিসের সঙ্গে দেখা করার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান তেহান। তিনি বলেছেন, ফ্রান্স এই বাণিজ্য আলোচনার জন্য প্রস্তুতি চালিয়ে যাবে। ফ্রান্স ও ইইউ—দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট একটি মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে কাজ করা হবে।