অভিমত
তারকাদের বিবাহবিচ্ছেদ ও কিছু কথা
আজকাল সমাজে হরহামেশাই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। সাধারণ মানুষের বিবাহবিচ্ছেদ খুব একটা জানাজানি না হলেও তারকাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে যায় সবখানে। তাঁদের বিচ্ছেদ নিয়ে আলোচনা হয়। সমালোচনা হয়। তারকাদের প্রতি বাড়তি আগ্রহের কারণে এমনটি হয়ে থাকে। কেউ কেউ তাঁদের বিচ্ছেদে দুঃখ প্রকাশ করে। কেউ কেউ শামিল হয় নানা রকম মুখরোচক সমালোচনায়। অনেকে উপহাস করে; বরং তারকাদের বিবাহবিচ্ছেদ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে, সেটাই স্বাভাবিক।
চলতি বছর ছয় মাসে দেশীয় মিডিয়া অঙ্গনে তিনটি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। এর মধ্যে হাবিব-রেহান,সর্বশেষ তাহসান-মিথিলা। এর আগে হৃদয় খান-সুজানা, নাদিয়া-শিমুল, মুরাদ পারভেজ-সোহানা সাবা, হিল্লোল-তিন্নিসহ আরো অনেকে রয়েছে এ তালিকায়। আরো আগের কারো কথা বলতে গেলে শমী কায়সার-রিঙ্গো, হুমায়ুন ফরীদি-সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান-ফয়সাল দম্পতির নাম বলা যায়।
সব তারকার সংসার ভাঙে, এমন কিন্তু নয়। এ দেশে এমন অনেক তারকা দম্পতি আছেন, যাঁরা সমপেশায় থেকেও সুন্দর বোঝাপড়ার মাধ্যমে সংসার করে চলছেন। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে আলী যাকের-সারা যাকের, নাঈম-শাবনাজ, ওমর সানী-মৌসুমী, বিপাশা হায়াত-তৌকীর আহমেদ, জাহিদ হাসান-মৌসহ আরো অনেকের নাম চলে আসে। তাঁরা প্রত্যেকেই কিন্তু তারকা দম্পতির চমৎকার উদাহরণ।
যেকোনো কারণে তারকাদের বিচ্ছেদ ঘটতেই পারে। তাই বলে এই নয় যে তাঁদের ব্যক্তিজীবনের এ সিদ্ধান্ত নিয়ে উপহাস করতে হবে। নিশ্চয়ই তাঁরা অন্য গ্রহের মানুষ নন। এই গ্রহের আপনার-আমার মতো মানুষ। তাঁদের নিজস্ব ভালোলাগা, পছন্দ, আবেগ, অনুভূতি, সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তাঁদের নিজের মতো করে চলতে দিন।
লেখক : শিক্ষার্থী