মক্কায় বিএনপির অনুষ্ঠানে প্রধান বক্তা আশরাফী পাপিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাকিয়ায় একটি কমিউনিটি সেন্টারে মক্কা বিএনপি প্রাদেশিক কমিটির জাহের শাখার অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার হওয়া ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা বিএনপির জাহের শাখার সভাপতি এবর আহমদ। সাধারণ সম্পাদক আতাউর রহমান ও মইনুল ইসলাম লিটুর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ।
প্রধান বক্তা ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মনিরুজ্জামান তপন।
আরো উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল, জ্যেষ্ঠ সহসভাপতি জহির আহমেদ, সাধারণ সম্পাদক নুরুর আবছার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, আবুল কালাম, মক্কা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, হামিদুল হক হামিদ, নূর হোসেন খন্দকার, সামসুল আলম হেলালী, মো. জুয়েল রানা, আমিন তালুকদার, কামাল খান।
বক্তব্য দেন জুনায়েদ চৌধুরী, গাজী কামাল, ইসমাইল সরদার, আল আমিন, ফুল মিয়া, আশিকসহ আরো অনেকে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অভিষেকের মূল অনুষ্ঠান শুরু হয়। অভিষেকে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার জোরালো কণ্ঠে বক্তব্য শোনার জন্য পুরো হল ছিল দর্শকে ভরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের অস্তিত্বকে বিপন্ন করে ফেলছে। ইলিয়াস আলীকে খুঁজে না পাওয়ার ব্যথা-বেদনা ভুলে যাওয়ার নয়। তাঁরা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চান। অন্য কোনো পথে নয়।
আলোচনা সভায় মক্কা বিএনপি ও বিভিন্ন শাখা কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।