দেড় ঘণ্টায় লেনদেন ৩৫৫ কোটি টাকা, ডিএসইএক্সের উত্থান
প্রধান সূচক ডিএসইএক্সের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (৯ জুলাই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন হয় ৩৫৫ কোটি টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই বলছে, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৯ পয়েন্ট। পরে এই সূচকের উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ডিএসইএক্সের উত্থান হয় পাঁচ দশমিক ২৫ পয়েন্ট। এসময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছে পাঁচ হাজার ৫৬৮ দশমিক ৮৮ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক দুই দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৭ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৭ দশমিক ৭৩ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ার। লেনদেন করেছে ৩২ কোটি ৯৩ লাখ টাকা। এ ছাড়া সী পার্ল বিচের ১৯ কোটি ৪৭ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ কোটি পাঁচ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার আট কোটি দুই লাখ টাকা, ফরচুন সুজের ছয় কোটি ৮৫ লাখ টাকা, আফতাব অটোমোবাইলসের ছয় কোটি ২৯ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ছয় কোটি ২৫ লাখ টাকা, গ্লোডেন সনের ছয় কোটি দুই লাখ টাকা, বিচ হ্যাচারীর পাঁচ কোটি ৬৪ লাখ টাকা এবং বিবিএস ক্যাবলসের পাঁচ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।