আজ ভারত পরীক্ষায় নামছে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে লাল-সবুজের দল। আজ সোমবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবেন জামাল-তপুরা।
আজ মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। র্যাঙ্কিং ও পরিসংখ্যান, সব দিক থেকেই ভারত এগিয়ে আছে। বাংলাদেশের মূল দুর্বলতা ফিনিশিংয়ে। আগের ম্যাচেও ৫৮ ভাগ সময় বল দখলে রেখে ২০টি আক্রমণ করে বাংলাদেশ। যার মধ্যে চারটি ছিল অনটার্গেট শট। কিন্তু একটি থেকেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। চিন্তা মূলত সেটা নিয়েই।
ভারতের বিপক্ষে এত সুযোগ তৈরি করা অসম্ভই বটে। তবে যেটুকু সুযোগ পাবে কাজে লাগাতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কোচ, খেলোয়াড়-আমরা সবারই চাওয়া ছিল যে জয় দিয়ে সাফ শুরু করতে পারি। সেটা করতে পেরেছি। প্রথম ম্যাচ জয়ের অর্থ হচ্ছে শুরুতে টুর্নামেন্টে ভালো একটা অবস্থানে থাকা। ভালো শুরু হওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও ভালো থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে যে মিসগুলো করেছি, ভারতের বিপক্ষে এত সুযোগ পাব না, কিন্তু যেটাই পাব, সেটাই কাজে লাগাতে হবে।’