ইতিহাস গড়তে পারল না বসুন্ধরা
পারল না বসুন্ধরা কিংস। জিতলেই গড়তে পারত ইতিহাস। উঠে যেত এএফসি কাপের আন্তআঞ্চলিক পর্বের সেমিফাইনালে। কিন্তু মালদ্বীপের মালেতে ভারতের মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।
পরের পর্ব উঠতে হলে এই ম্যাচে জিততেই হতো বসুন্ধরাকে। কিন্তু তারা পারেনি। তবে ড্র করে পরের পর্বে উঠে যায় ভারতের দলটি।
অবশ্য ম্যাচে প্রথমে এগিয়ে যায় বসুন্ধরা। জোনাথন ফার্নান্দেজ লক্ষ্যভেদ করেন। ২৮ মিনিটে বক্সের মধ্য থেকে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে দেন তিনি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে সুশান্তের লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে বসুন্ধরার জন্য বড় ধাক্কা লাগে। পরবর্তী ৪৫ মিনিট একজন কম নিয়ে খেলে বাংলাদেশ লিগের চ্যাম্পয়নরা।
৬২ মিনিটে ম্যাচে ফিরে মোহনবাগান। ভারতীয় দলটিকে সমতায় ফেরান অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড উইলিয়াম। লিস্টনের পাসে অস্ট্রেলিয়ান এই ফরোয়ার্ড পা ছোঁয়ালেই বল জালে জড়ায়।
১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেও পারেনি বসুন্ধরা।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠল মোহনবাগান। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে ছিটকে গেল বসুন্ধরা।