উইম্বলডন : দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন অ্যান্ডি মারে
দুবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে হেরে গেছেন তিনি।
৩৫ বছর বয়সী সাবেক বিশ্ব নম্বর ওয়ান তারকা আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় সেট জিতেছিলেন। কিন্তু ৬-৪, ৭-৬ (৭-৪) ৬-৭ (৩-৭) ৬-৪ সেটে হেরে শেষ পর্যন্ত বিদায় নেন।
২০১৮ সালের সেমি-ফাইনালিস্ট ইসনার পরবর্তীতে খেলবেন ২০ বছর বয়সী ইতালিয়ান ১০ তম বাছাই জনিক সিনারের সাথে। মারে এদিন অনেক লড়াই করেও পারেননি।
ব্রিটিশ তারকার নিজেদের নিজের কার্টে একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। ২০১৩ এবং ২০১৬ সালের ট্রফি জিতেছিলেন তিনি।
এই ব্যর্থতার পর প্রশ্ন উঠেছে মারের অবসর নিয়ে। এ ব্যাপারে ব্রিটিশ তারকা বলেন, ‘যদি শারীরিকভাবে আমি ভালো অবস্থায় থাকি, আমি খেলা চালিয়ে যাব। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য আমার শরীরকে সর্বোচ্চ ফিট রাখা সহজ নয়।’
দারুণ জয়ের পর ইসনার বলেন, ‘আমি অবশ্যই অ্যান্ডি মারের চেয়ে ভালো টেনিস খেলোয়াড় নই। আমি হয়তো আজ (এই ম্যাচে) তার থেকে একটু ভালো ছিলাম। তাই এই সাফল্য এসেছে।’