এএফসি কাপে বেঙ্গালুরুর সঙ্গে ড্র করল বসুন্ধরা
প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা
আজ শনিবার এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে বসুন্ধরা। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচ।
অবশ্য আগের ম্যাচে মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরেছিল বেঙ্গালুরু।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে কিংসের পয়েন্ট ৪। সমান ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ১।
আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের আরেক দল মোহনবাগানের মুখোমুখি হবে বসুন্ধরা।
এদিকে আগের ম্যাচে বসুন্ধরার জয়ের নায়ক রবিনিয়ো। অন্যটি হয়েছে আত্মঘাতী থেকে।
ম্যাচের ২৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বসুন্ধরা। নিজেদের বক্সকে বিপন্মুক্ত করতে গিয়ে শট নেন মাজিয়ার মোহামেদ ইরুফান। কিন্তু, বিপদ থেকে উদ্ধার করার বদলে গোলরক্ষকের ওপর দিয়ে বল চলে যায় গোলবারে।
এরপর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংসরা। মাজিয়া অধিনায়ক ইরুফানের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।