ক্যারিয়ারসেরা টাইমিং করে হিটে তৃতীয় বাংলাদেশের আরিফুল
টোকিও অলিম্পিকে ৫০ মিটার ফ্রি-স্টাইল হিটে ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন বাংলাদেশের আরিফুল ইসলাম। তাতে আট জনের মধ্যে হিটে তৃতীয় হয়েছেন তিনি।অবশ্য ক্যারিয়ারসেরা টাইমিং করেও লাভ হয়নি তাঁর। হিটে তৃতীয় হয়েই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই প্রতিযোগীকে।
আজ শুক্রবার ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্ট্রাইলে ২৪.৮১ সেকেন্ড সময় নিয়েছেন আরিফুল। এটাই তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং। এরআগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। যেটা ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে করেছিলেন আরিফুল। এদিকে ২৪.৭১ সেকেন্ডে নিয়ে হিটে প্রথম হয়েছেন শেন ক্যাডোগান। সব মিলিয়ে ৭৩ জন সাঁতারুর মধ্যে আরিফুল হয়েছেন ৫১ তম।
বাংলাদেশের আরেক সাঁতারু জুনাইনাও ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন। তিনি হয়েছেন পঞ্চম। দুজনেকই বিদায় নিতে হয়েছে। অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশের দুই সাঁতারুই বিদেশে থাকেন। আরিফ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে প্যারিসে উচ্চতর প্রশিক্ষণে ছিলেন। জুনাইনা লন্ডনে স্থায়ীভাবে থাকেন। কোচ নিবেদীতা দাস দুই সাঁতারুকে শেষ মুহূর্তের প্রশিক্ষণ দিচ্ছেন।