টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ীরা যে পুরস্কার পাবেন
আগামী ১৮ জুন মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউথাম্পটনে হ্যাম্পশায়ার বোলে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে এরই মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে আইসিসি ফাইনালের পুরস্কার ঘোষণা করেছে।
আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিজয়ী দল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার পাবে।’
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা পাবে চ্যাম্পয়ন দল। আর দ্বিতীয় হওয়া দল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৭ লাখ টাকা পাবে।
তবে ফাইনাল ড্র হলে কী হবে, তাও বলে দিয়েছে আইসিসি। ড্র হলে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করে দেওয়া হবে।
এর পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হওয়া দল যথাক্রমে ৫ কোটি ২১ লাখ, ৪ কোটি ৫ লাখ ও ১ কোটি ৬৯ লাখ টাকা করে পাবে। বাকি চার দল ১ লাখ মার্কিন ডলার করে পাবে।
২০১৯ সালের ১ অগস্ট এই দীর্ঘ টুর্নামেন্ট শুরু হয়। দুই বছর ব্যাপী টুর্নামেন্ট, টেস্ট ক্রিকেটকে নতুন মানে দিয়েছে বলেও দাবি করে আইসিসি।