তিন জাতির টুর্নামেন্টের বাংলাদেশ দল ঘোষণা
আগামী অক্টোবরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আসরটিকে সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টের দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ দলে দুই প্রবাসী ফুটবলার তাহমিদ ইসলাম ও ওয়াহেদ খানকে নেওয়া হয়েছে। তাহমিদ ফ্রান্সে থাকেন। আর কানাডায় থাকেন ওয়াহেদ।
দলে ফিরেছে সাদউদ্দিন, রেজাউল করিম, বিশ্বনাথ ঘোষ। চোটের কারণে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন সুযোগ পাননি।
এএফসি ও ফিফার অনুমতিপত্র না পাওয়ায় বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া ফুটবলার এলিটা কিংসলে এই দলে সুযোগ পাননি।
আগামী ২ থেকে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানে স্বাগতিক দল, ফিলিস্তিন ও বাংলাদেশ খেলবে।
বাংলাদশ ফুটবল দল : আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক রায়হান, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদউদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান, মিতুল মারমা, তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।