দলের হারে নিজেকেও দায়ী করলেন মুমিনুল
পাকিস্তানের কাছে সিরিজের প্রথম টেস্ট হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতা ও নিজের রান না পাওয়াকে দায়ী করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ার পরও আট উইকেটে হেরেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বলেন, ‘দুই দলের টপ অর্ডারের পারফরম্যান্সই এ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। দুই ইনিংসেই আমরা ৪০ রানের মধ্যে চার উইকেট হারিয়েছি। কিন্তু তাদের ওপেনাররা দুই ইনিংসেই ১০০ রানের জুটি গড়ে। মুশফিক ও লিটন ভালো ব্যাটিং করেছেন। প্রথম ইনিংসে তাইজুল সাত উইকেট নিয়েছেন। কিন্তু দল হিসেবে আমরা ভালো করতে পারিনি। আমরা বোলারদের ভালো সুযোগ করে দিতে পারিনি। টপঅর্ডার ক্লিক করলে বোলাররা আমাদের জয়ের অবস্থায় নিয়ে যেতে পারত।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমাদের মতো দল শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভর করতে পারে না। যে কোনো টেস্ট জিততে হলে আমাদের ইউনিট হিসেবে খেলতে হবে। টেস্টে আমাদের একটা সুযোগ ছিল, কিন্তু আমরা সেটাকে কাজে লাগেতে পারিনি।’
নিজের ব্যর্থতাকেও দায়ী করেন মুমিনুল, ‘টপ অর্ডাররা ব্যর্থ হলে ম্যাচে ফিরে আসা সব সময়ই কঠিন হয়। আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। আমি দায়িত্ব নিয়েই বলছি, টপ অর্ডারের সঙ্গে আমারও দায় আছে।’