ধোনির অবসর নিয়ে যা বললেন সৌরভ
তিনি খেলার বাইরে অনেকদিন। তাই গুঞ্জন শুরু হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। অবশ্য ভারতীয় সাবেক অধিনায়ক উড়িয়ে দিয়েছেন বিষয়টি। এরই মধ্যে পেরিয়ে গেছে এক বছর। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘ধোনি দলের অধিনায়ককে নিজের পরিকল্পনা জানিয়েছে আগেই। আমি নিশ্চিত ধোনি নির্বাচকদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন। এই বিষয় নিয়ে এখন আলোচনার কিছু নেই।’
বিসিসিআই সভাপতি আরো বলেন, ‘ধোনি কী করবে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এ বিষয়ে কিছু জানি না। বিষয়টি নিয়ে ওর সঙ্গে আমার কোনো কথাও হয়নি। তবে ধোনি একজন চ্যাম্পিয়ন। ভারতীয় ক্রিকেটে তার অবস্থান অন্য জায়গায়।’
গত নভেম্বরে এক অনুষ্ঠানে ধোনি অবশ্য জানিয়েছিলেন, তিনি জাতীয় দলে আবার ফিরবেন।
এ ব্যাপারে অনিল কুম্বলে বলেন, ‘আইপিএলে ধোনি পারফর্ম করার পর বিশ্বকাপের দলে জায়গা পেতে পারে। আপাতত সবাইকে অপেক্ষা করতে হবে।’
এদিকে ধোনির অবসরের বিষয়টি উড়িয়ে দিলেন তাঁর স্ত্রী সাক্ষী। কিছুদিন আগে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘একেই বলে জল্পনা।’ তাঁর এই টুইটের পরই আলোচনা বন্ধ হয়।
এদিকে ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক এম এস প্রসাদ এ ব্যাপারে জানিয়েছেন, ‘ধোনির অবসর নিয়ে কোনো আপডেট নেই। খবরটি ভুল।’

স্পোর্টস ডেস্ক