বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব কাল শুরু
গত শনিবার শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার প্রথম পর্ব। আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে আসরের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। ১৭ থেকে ২৪ ডিসেম্বর হবে চট্টগ্রাম পর্ব।
চট্টগ্রাম পর্বে প্রথম দিনে মাঠে নামবে চারটি দল। আগামীকাল দুপুর দেড়টায় লড়াইয়ে নামবে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস ও সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বেশি দুটি করে জয় পেয়েছে রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আসরে তাই তিন দলেরই পয়েন্ট সমান। তবে ঢাকা ও চট্টগ্রাম তিনটি করে ম্যাচ খেলেছে। একটি ম্যাচ কম খেলেছে রাজশাহী। আর খুলনা টাইগার্স মাত্র একটি ম্যাচ খেলেছে। জয়ও পেয়েছে সে একটিতে।
কিন্তু ঢাকা পর্বে কোনো জয়ের মুখ দেখেনি সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স।
ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিল তালিকা :
দল ম্যাচ জয় হার পয়েন্ট
রাজশাহী রয়্যালস ২ ২ ০ ৪
ঢাকা প্লাটুন ৩ ২ ১ ৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ ২ ১ ৪
খুলনা টাইগার্স ১ ১ ০ ২
কুমিল্লা ওয়ারিয়র্স ২ ১ ১ ২
সিলেট থান্ডার ৩ ০ ৩ ০
রংপুর রেঞ্জার্স ২ ০ ২ ০

স্পোর্টস ডেস্ক