বাংলাদেশকে কোহলির পরামর্শ
ক্রিকেট বিশ্বে এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন। এই তো বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টেও জয়ের নায়ক তিনি। ব্যাট হাত খেলেছেন দলীয় সর্বোচ্চ ১৩৬ রান। অধিনায়কের হাত ধরে ক্রিকেটে বিশ্বের অন্যতম দল হয়ে উঠেছে ভারত।
ইডেন টেস্টে কোহলির নেতৃত্বে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছে ভারত। এর আগে ইন্দোরেও বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারায় স্বাগতিকরা। টানা দুই জয়ের পরও বাংলাদেশের পাশের দাঁড়ালেন প্রতিপক্ষ অধিনায়ক। তাঁর মতে, সাকিব-তামিম বিহীন বাংলাদেশের কাছে বেশি কিছু আশা করা মুশকিল। এ ছাড়া ক্রিকেটে উন্নতি করতে কিছু পরামর্শ দিলেন বিশ্ব সেরা এই ব্যাটসম্যান।
কোহলি বলেন, ‘সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটার ছাড়া তারা এখানে এসেছে। সাকিব নেই, তামিম নেই। মুশফিক-মাহমুদউল্লাহ আছে, কিন্তু কেবল দুজন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে আপনি একটা দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে পারেন না। দলের বাকি ক্রিকেটাররা তরুণ, তাই তারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করবে। এখন তারা যত বেশি টেস্ট খেলবে তত বেশি অভিজ্ঞ হবে। যদি আপনি এখন দুটো টেস্ট খেলেন এবং এরপর আবার দেড় বছর পর টেস্ট খেলতে নামেন তাহলে আপনি বুঝতে পারবেন না চাপের পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়।’ তিনি আরো বলেন, ‘ তাদের দক্ষতা অবশ্যই আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, যোগ্য আছে বলেই খেলছে। তবে ম্যাচের পরিস্থিতি বোঝা বা কি করে আরও ভালো করতে হয় সেটা বোঝা তাদের জন্য গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া টেস্ট ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা নিয়েও কথা বললেন কোহলি, ‘টেস্ট ক্রিকেটে শক্তিমত্তার দিকটা অর্থনৈতিক কাঠামোর উপর নির্ভর করে। যদি টেস্ট ক্রিকেটারদেরকে ভালো একটা অর্থনৈতিক নিশ্চয়তা না দেওয়া হয়, তাহলে কিছুদিন পরেই তাদের অনুপ্রেরণার জায়গাটা কমে যাবে। কারণ কিছু ক্রিকেটার আছে যারা ২০ ওভারের খেলায় চার ওভার বোলিং করে আরেক জনের চেয়ে দশ গুণ বেশি অর্থ উপার্জন করছে। তাই এই দিকটাও দেখতে হবে।’
অন্যদিকে বাংলাদেশি ক্রিকেটারদের একই পরামর্শ দিয়েছেন ভারতের কোচ রবি শাস্ত্রিও। তিনি বলেন, ‘এখানে ওরা সাকিব ও তামিমের মতো দুজন ক্রিকেটারকে পায়নি। মুশফিক বেশ লড়াই করেছে। বাংলাদেশকে আরও ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত, তাহলে তারা উন্নতি করবে। ওদের পেস আক্রমণ আরও শক্তিশালী করে তুলতে হবে, তাহলে দেশের বাইরে ভালো করবে এবং আরো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।’

স্পোর্টস ডেস্ক