বিতর্কিত কাণ্ডে সৌদি থেকে বের করে দেওয়ার দাবি রোনালদোকে
সৌদিতে গিয়েও যেন শান্তিতে নেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক আলোচনা-সমালোচনায় জড়াচ্ছে রোনালদোর নাম। আল হিলালের বিপক্ষে ম্যাচে একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন রোনালদো। পরিস্থিতি এতটাই বেগতিক যে, রোনালদোকে সৌদি থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।
গতকাল বুধবার (১৯ এপ্রিল) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ এপ্রিল) আল হিলাল বনাম আল নাসেরের ম্যাচ শুরুর আগে গ্যালারিতে ‘মেসি, মেসি’ চিৎকার শোনা যায়। আল হিলালের সমর্থকেরা এই চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গে হাত দিতে দেখা যায় রোনালদোকে। আর তার এমন ভঙ্গি মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল বলে দাবি করা হচ্ছে। রোনালদোর এমন বিতর্কিত ম্যাচে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসের।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোনালদোকে দেশ ছাড়া করার দাবি জানিয়েছেন সে দেশের একাংশ মানুষ। যদিও রোনালদোর ক্লাব আল নাসের তার পাশেই দাঁড়িয়েছে। আল নাসেরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি। রোনালদো কোনও সমর্থককে অপমান করার জন্য এমন অঙ্গভঙ্গি করেননি বলে দাবি আল নাসেরের। এক বিবৃতিতে ক্লাব কৃর্তপক্ষ বলছে, ‘রোনাল্ডোর চোট রয়েছে এটাই সত্যি। কোনও সমর্থক অন্য কিছু ভাবতে চাইলে ভাবতে পারে।
সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে রোনালদোর এমন আচরণ নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বহু মানুষ দাবি করেছেন রোনালদোকে দেশ থেকে বের করে দিতে। এই বছরের শুরুতে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যান এই পর্তুগিজ তারকা।