বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে আজ বুধবার পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএলের। আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে বোলিংয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে এবারের বিপিএলে। দুদিন আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ-বিদেশের তারকারা মাতিয়েছেন শেরেবাংলার মঞ্চ। ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফদের মতো বলিউড তারকারা। উদ্বোধনের দুদিন পর এবার মাঠে গড়াতে যাচ্ছে ব্যাটে-বলের মূল লড়াই।
চলতি বছরের শুরুর দিকে মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। টুর্নামেন্ট চলাকালীনই বিসিবি জানিয়েছিল, এ বছরই হবে সপ্তম আসর। বিসিবির এ আবদারে ঘোর আপত্তি জানায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এ নিয়ে দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। আলোচনায় সফল না হলে শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিপিএলের সপ্তম আসর আয়োজনের ঘোষণা দেয় বিসিবি।
সব জল্পনা-কল্পনা শেষে আজ মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। পুরো টুর্নামেন্ট আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি প্রতিটি দলে একজন করে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দলের মধ্যে রয়েছে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিন রাতে আরেক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।
৩৯ দিনের এই টুর্নামেন্টে তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেটাররা লড়াইয়ে নামবেন।
এবারের বিপিএলে মোট ৪৬টি ম্যাচ থাকছে। ঢাকায় ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর চট্টগ্রামে ১২টি ও সিলেটে হবে ছয়টি ম্যাচ।
১১ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ জানুয়ারি।
একাদশ :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : রায়াদ এমরিত, আভিস্কা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, নাসির হোসাইন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, চ্যাডউইক ওয়ালটন, রুবেল হোসাইন, নাসুম আহমেদ ও মুক্তার আলী।
সিলেট থান্ডার : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, রনি তালুকদার, রুবেল মিয়া, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, আন্দ্রে ফ্লেচার, ক্রিশ্মার, জনসন চার্লস, জীবন মেন্ডিস ও নাভিনউল হক।

ক্রীড়া প্রতিবেদক