বিপিএলের নিলামে অবিক্রীত থাকায় মাশরাফির হতাশা
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএলেরও সফল অধিনায়ক তিনি। যেই দল তাঁকে দলে ভিড়িয়েছে, তারাই চ্যাম্পিয়ন হয়েছে। বিপিএলের গত ছয় আসরের চারটিতেই শিরোপা উঠেছে ওয়ানডে অধিনায়কের হাতে।
অথচ সেই মাশরাফিরই এবারের বিপিএলে দল পেতে কষ্ট হয়েছে। প্লেয়ার ড্রাফটে প্রায় আট-নয় ধাপে অবিক্রীত ছিলেন তিনি। একেবারে শেষে এসে মাশরাফিকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন। এরই মধ্যে ঢাকার হয়ে সাতটি ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। বল হাতে উইকেট বেশি না পেলেও খুব একটা খারাপ কাটছে না তাঁর বিপিএল।
টুর্নামেন্টের মাঝপথে এসে খেলোয়াড় নিলাম নিয়ে কিছুটা ক্ষোভ ঝাড়লেন মাশরাফি। আজ শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আসেন অধিনায়ক। এক প্রশ্নে চ্যাম্পিয়ন অধিনায়কের কাছে দলের প্রত্যাশা নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আশা তো সবার কাছেই থাকে। আমার কাছে আশা তেমন নেই। আমি তো সব সময় অবিক্রীতই (বিপিএলের নিলামে) থাকি। আমার কাছে আশা করলে তো সবার আগেই আমাকে কেনার কথা; অবিক্রীত থাকার কথা না। আসলে মালিকপক্ষই বলতে পারে, কী চায় আমার কাছে। তবে খেলার মাঠে সবাই ভালো করার চিন্তা নিয়েই মাঠে নামি। আমরাও সেই চিন্তা নিয়ে খেলছি। শেষ পর্যন্ত টিকে থাকার জন্য যতটুকু দরকার, আমরা করব। এর সঙ্গে অবশ্য ভাগ্যও দরকার। এখনো আমরা খুব একটা খারাপ অবস্থানে নেই। সাত ম্যাচে চারটিতে জিতেছি। পয়েন্ট টেবিলের তিনে আছি, সব মিলিয়ে খারাপ অবস্থাতে নেই। আমাদের এখনো আরো পরিশ্রম করতে হবে। শুধু আমরা কেন সব দলই চেষ্টা করবে শেষ পর্যন্ত লড়াই করার।’
টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স নিয়ে ঢাকার অধিনায়ক বলেন, ‘আমি নিজের পারফরম্যান্স নিয়ে অতটা চিন্তিত নই। ব্যক্তিগতভাবে চেষ্টা করি সেরাটা দেওয়ার। অনেকদিন পর খেলছি, প্রায় পাঁচ মাস পর। চেষ্টা করছি যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায়। কোনো ম্যাচ হয়তো ভালো যাচ্ছে, কোনো ম্যাচে যাচ্ছে না। পুরো টুর্নামেন্ট যখন খেলব, তখন বুঝতে পারব।’

ক্রীড়া প্রতিবেদক