বিসিসিআইয়ে সৌরভের অধ্যায় শেষ, নতুন সভাপতি রজার বিনি
বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর পথচলা শেষ হলো। বিসিসিআইয়ের সভাপতি আসনে সৌরভের জায়গায় এলেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার রজার বিনি।
প্রত্যাশা অনুযায়ীই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হলেন সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা রজার বিনি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ৩৬তম প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তিনি।
সৌরভের যুগের অবসান হলেও টিকে গেছেন জয় শাহ। সৌরভ গাঙ্গুলীর পর রজার বিনির সঙ্গেও এবার থাকছেন জয় শাহ। ২০১৯ সাল থেকে বোর্ডের সচিব পদে আছেন জয় শাহ। এতদিন বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমাল। এবার তাঁর জায়গায় আসলেন আশিস শেলার। সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল হয়েছেন আইপিএলের নতুন চেয়ারম্যান।
বিসিসিআইয়ের সভাপতির চেয়ারে রজার বিনির আসাটা অনেকটা নিশ্চিতই ছিল। কারণ সৌরভ মনোনয়ন এবার জমা না দেননি। ধারণা করা হচ্ছে, আইসিসির প্রধান হতে পারেন তিনি।
রজার বিনি ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন। তিনি বিশ্বকাপে জয়ে বড় ভূমিকা রাখেন। এই মিডিয়াম পেসার ওই আসরে আট ম্যাচ খেলে নেন ১৮ উইকেট। এ ছাড়া এর আগে সাবেক চেয়ারম্যান ছিলেন সন্দীপ প্যাটেলের সিনিয়র নির্বাচন কমিটির সদস্য ছিলেন বিনি।