ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে জিতে জোহানেসবার্গেই সিরিজ জয়ের স্বপ্ন দেখে ভারত। কিন্তু সেটা পূরণ হতে দিল না স্বাগতিকরা। অধিনায়ক ডিন এলগারের দারুণ ব্যাটিংয়ে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে সাত উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল প্রোটিয়ারা।
জোহানেসবার্গে এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আগের পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল ভারত, বাকি তিনটি হয়েছিল ড্র। এবার ষষ্ঠবারের লড়াইয়ে সফরকারীদের হারাতে পারল স্বাগতিকরা।
জয়ের ম্যাচ ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দিয়েছেন এলগার। তবে সেঞ্চুরিটা তাঁর পাওয়া হয়নি। শেষ দিকে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। তিন অংক ছুঁতে তাঁরও সেটাই প্রয়োজন ছিল। কিন্তু পর্যন্ত দল লক্ষ্যে চলে যাওয়ায় ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮৮ বলে ১০ বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। উইকেটে তিনি ছিলেন ৩০৯ মিনিট।
৮ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২২ রান। রাসি ফন ডার ডাসেনের উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এলগার ছাড়াও ৪০ রানের ইনিংস খেলেন রাসি ফার ডাসেন। ২৩ রান করেন টেম্বা।
কেপটাউনে আগামী মঙ্গলবার শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২০২
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২৯
ভারত ২য় ইনিংস: ২৬৬
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ২৪০) (আগের দিন ১১৮/২) ৬৭.৪ ওভারে ২৪৩/৩ (এলগার ৯৬*, ফন ডার ডাসেন ৪০, বাভুমা ২৩*; বুমরাহ ১৭-২-৭০-০, শামি ১৭-৩-৫৫-১, শার্দুল ১৬-২-৪৭-১, সিরাজ ৬-০-৩৭-০, অশ্বিন ১১.৪-২-২৬-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
সিরিজ: প্রথম দুই টেস্ট শেষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা
ম্যান অব দ্য ম্যাচ: ডিন এলগার।