মন খারাপ সাইফউদ্দিনের
কথায় আছে, শখের তোলা আশি টাকা। কিন্তু সেই সখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে? তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিনেরও তো তাই হলো। জিম্বাবুয়ে সফরের আগে তাঁর প্রিয় ব্যাট ভেঙে গেছে।
সফরে যাওয়ার আগে দুটি ব্যাট মেরামতের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু মেরামতের বদলে সাইফউদ্দিন পেলেন ভাঙা ব্যাট। এস এ পরিবহনের অসতর্কতার কারণে নাকি এমনটা হয়েছে বলে জানিয়েছেন এই পেস তারকা। ভেঙে যাওয়া ব্যাট দুটি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে নিয়েছিলেন সাইফউদ্দিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা ব্যাটের ছবি পোস্ট করে সাইফউদ্দিন লিখেছেন,‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাট-এর অবস্থা (ছবিতে)। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
আগামী ৮ জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে জিম্বাবুয়ে যাওয়ার কথা সাইফউদ্দিনের। তার আগেই এমন পরিস্থিতিতে পড়তে হলো তাঁকে।