যুব বিশ্বকাপের বাংলাদেশ দলে চমক
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপ। এই আসরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করে।
দলটির নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী। বড় চমক হচ্ছে এই দলে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন। দলের সহ-অধিনায়ক তৌহিদ হৃদয়। উল্লেখযোগ্য হিসেবে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২১ জানুয়ারি খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান।
আসরটি ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২৮, ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে সেমিফাইনাল। আর ৯ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
যুব বিশ্বকাপের বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন লিমন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিদ হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।
স্টান্ড-বাই: আমিত হাসান, মেহরাব হোসেন, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহান্না, রুবেল মিয়া, আসাদুল্লাহ হেল গালিভ।

স্পোর্টস ডেস্ক