যে ভুলের প্রায়শ্চিত্ত করতে চার বছর লেগেছে মুশফিকের
রবার্ট ব্রুসকে সাফল্যের জন্য অপেক্ষা করতে হয়েছিল সাতবার। আর মুশফিকুর রহিমকে ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য দিন গুনতে হয়েছে প্রায় চার বছর। ২০১৬ সালের ২৩ মার্চের কথা স্মরণ করলে এখনো আঁতকে ওঠেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান। তিন বলে দুই রান! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিক পারেননি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে। রাতারাতি ট্র্যাজিক হিরো হয়ে যান তিনি।
সেই পুরোনো ভুল সুদে-আসলে মিটিয়ে ফেলার সুযোগ আসে গত রোববার। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তকে হতাশ করেননি মুশফিক। দায়িত্ব নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়ে ফেরেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করতে নেমে ৪৩ বলে ৬০ রান করেন। অধিনায়ক মাহমুদউল্লাহ ছক্কা হাকিয়ে ফিনিশিং টাচ দিলেও নায়ক একজনই ছিলেন, মুশফিক। বেঙ্গালুরুতে যে কলঙ্কের সূচনা, তারই যেন সমাপ্তি করলেন দিল্লিতে গিয়ে! ম্যাচসেরাও হন তিনি। রূপকথা নয়তো কী!
কেমন ছিল দুঃস্বপ্নের সেই দিনগুলো? মুশফিকুরের বাবা মাহবুব হামিদ বলেন, ‘আমার ছেলের মাথা থেকে একটা বোঝা নেমে গেল। বেঙ্গালুরুতে সেই ম্যাচ আমাদেরই জেতার কথা। তিন বলে দুই রান, এমন পরিস্থিতিতে ম্যাচ কেউ হারে? কিন্তু মুশফিক সেদিন পারেনি। এই ওর ব্যক্তিগত জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলেছিল। টানা তিন মাস ঘুমোতে পারেনি।’
ভারত সফরের আগে বাংলাদেশের ক্রিকেটে ঝড় বয়ে গেছে। এমন কঠিন সময়ে মুশফিক প্রমাণ করে দিয়েছেন বড় দলের বিরুদ্ধে তিনি দৃঢ়চেতা। টি-টোয়েন্টিতে এখন বাংলাদেশ দলের নেতা মাহমুদউল্লাহ। তবে ফিরোজ শাহ কোটলার ২২ গজে অঘোষিতভাবে নেতৃত্ব দিয়েছেন মুশফিক।
সে ম্যাচে ব্যাটে-বলে দুই বিভাগের দারুণ দৃঢ়তা দেখিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে সাত উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
এর আগে এই সংস্করণে গত আটবারের দেখায় ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। এই জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ।
আগামী বৃহস্পিতবার গুজরাটের রাজকোটের বসছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। দক্ষিণ গুজরাটের আবহাওযার পূর্বাভাস বলছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে নাও গড়াতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গুজরাটে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মহা। দেশটির তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। তাই বৃহস্পতিবারের মাচটি নিয়ে শঙ্ক দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক