রিয়ালকে পেয়েই প্রতিশোধের হুঙ্কার সালাহর
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকেই চেয়েছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। হয়েছে সেটাই। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠে সালাহকে খুশি করে দিয়েছেন রিয়াল। পুরোনো প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে সালাহও দিলেন প্রতিশোধের হুঙ্কার। ছোট্ট একটি লাইনে বুঝিয়ে দিলেন পুরোনো হিসাব মেটানো এখনো বাকি!
ভিয়ারিয়ালকে স্বপ্ন মাড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকেট পেয়ে গেছে লিভারপুল। দ্বিতীয় ফাইনালিস্ট হতে লড়াইটা হয় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে। শক্তির বিচারে দুদলই কঠিন প্রতিপক্ষ। তবে, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকেই চেয়েছিলেন মোহাম্মদ সালাহ।
বিটি স্পোর্টসকে বলেছিলেন, ‘ফাইনালে আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি বলতে, ম্যানচেস্টার সিটি খুব শক্ত দল। এ মৌসুমে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে, আমার ব্যক্তিগত ইচ্ছা জানতে চাইলে বলব, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চাই।’
রিয়ালকে চাওয়ার আরেকটি কারণ ছিল সালাহর। কারণ ২০১৮ সালের ফাইনালে এ রিয়ালের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। ওই ফাইনালে জিনেদিন জিদানের অধীনে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশ ক্লাবটি। আর, প্রতিপক্ষের খেলোয়াড়ের বাজে ফাউলে চোট পান সালাহ। যার কারণে চোখের জলে মাঠ ছাড়তে হয় মিসরীয় তারকাকে। তাই, এবার সে প্রতিশোধটাও নিতে চান লিভারপুল ফরোয়ার্ড।
সালাহর ভাষায়, ‘ওই ফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। এবার তাই ওদের মুখোমুখি হয়ে ফাইনাল জিততে চাই।’
লিভারপুল তারকার মনের আশা পূরণ হয়েছে। শ্বাসরুদ্ধকর লড়াই জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালকে ফাইনালে পেয়েই সালাহর নতুন টুইট। ছোট্ট এক বার্তায় প্রতিশোধের আহ্বান দিয়ে বললেন, ‘আমাদের এখনো কিছু হিসাব চুকানো বাকি আছে।’