শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, আজও বাড়ি ফিরছেন না সৌরভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/06/edited-saurav-1571038983387.jpg)
হাসপাতাল থেকে আজ বুধবার বাড়ি ফেরার কথা ছিল বিসিআইর সভাপতি সৌরভ গাঙ্গুলীর। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছে। নিজের ইচ্ছেতেই আরেকদিন হাসপাতালে থেকে গেলেন সাবেক ভারতীয় অধিনায়ক। তাই আজ নয়, আগামীকাল বৃহস্পতিবার সৌরভের বাড়ি ফেরার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল সাড়ে ১১টায় সৌরভের চিকিৎসার জন্য তৈরি মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা আলোচনা সারেন। তাঁদের সঙ্গে জুম কলে ছিলেন অন্য কার্ডিওলজিস্টরাও। তার পরই জানানো হয়, সৌরভকে আগামীকাল বৃহস্পতিবার ডিসচার্জ করা হবে।
হাসপাতাল সূত্রের বরাদ দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আজ সৌরভকে ছেড়ে দেওয়া হবে বলে সব প্রস্তুতি সেরে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে নিজের ইচ্ছেতেই আজ হাসপাতালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ।
এদিন সৌরভের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা শুনে বাইরে অপেক্ষা করছিল ভক্তরা। প্ল্যাকার্ডে ‘কামব্যাক দাদা’ লেখাসহ ভক্তদের জমায়েত হাসপাতালের বাইরে। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হলো তাদের।
বাড়িতে ফিরে সৌরভকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। বাইরে খুব একটা যেতে পারবেন না। আগামী দুই সপ্তাহ পর মেডিক্যাল বোর্ডের সদস্যরা আবার সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন। তার পরই ঠিক করা হবে, সৌরভের বাকি দুটি ব্লকেজ সরাতে স্টেন্ট বসানোর প্রয়োজন আছে কি না।
এদিকে গতকাল মঙ্গলবার বিশেষ বিমানে করে সৌরভকে দেখতে যান হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। অসংখ্য সৌরভভক্তকে চিন্তামুক্ত করে তিনিও জানিয়ে দেন, সাবেক ভারত অধিনায়ক এখন সম্পূর্ণ বিপদমুক্ত।
সৌরভকে দেখে আসার পরে দেবী শেঠি সাংবাদিকদের সামনে বলেন, ‘সৌরভের হৃদ্যন্ত্রের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। ২০ বছর বয়সে যেমন শক্তিশালী ছিল, তেমনই আছে। সৌরভ এখনো প্লেন চালাতে পারেন, ম্যারাথন দৌড়াতে পারেন, প্রয়োজন হলে আবার ক্রিকেটও খেলতে পারেন।’