স্মিথকে সরিয়ে আবার শীর্ষে উইলিয়ামসন
আবার আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে টপকে সবার ওপরে উঠে যান তিনি।
উইলিয়ামসন ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন। ৮৯১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন স্মিথ।
এই জুনের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি উইলিয়ামসন। খারাপ পারফরম্যান্সের কারণে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিলেন তিনি।
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৫২ রান করেন উইলিয়ামসন। ফলে স্মিথকে সরিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পান তিনি। ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট চ্য্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিউজিল্যান্ড।
ফাইনালের পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রস টেইলর, ডেভন কনওয়ে, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্টের।
প্রথম ইনিংসে ১১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের সঙ্গে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন টেইলর। অপরাজিত ৪৭ রান করেন তিনি। এতে তিনধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেন টেইলর।
ম্যাচের প্রথম ইনিংসে ৫৪ রান করায় র্যাঙ্কিংয়ে ৪২তম স্থানে উঠেছেন কনওয়ে। ১৮ ধাপ উন্নতি হয়েছে তাঁর।
ফাইনালের প্রথম ইনিংসে ৩১ রানে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান জেমিসন। ক্যারিয়ারসেরা ১৩তম স্থানে উঠেছেন তিনি। দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন বোল্ট।
৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। তাঁর রেটিং ৩৮৪। ৩৩৮ রেটিং নিয়ে পঞ্চমস্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।